মারাত্মক সড়ক দূর্ঘটনায় আহত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন আক্তার হোসেন।ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজেউন।
তার বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের আমিনপুর গ্রামে।
গতকাল (বৃহস্পতিবার) দুপুরের সিকিরচর বন্যানিয়ন্ত্রন বাঁধের সড়কে দূর্ঘটনার স্বীকার হন আক্তার হোসেন। তিনি মোটর সাইকেলে করে কালিপুর থেকে আমিনপুরের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। শিকিরচর বাঁধের সড়কে মোটরসাইকেলের চাকার হাওয়া চলে গেলে গতিসম্পন্ন গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে চালক সহ আক্তার হোসেন দূর্ঘটনার স্বীকার হন।
চালকের মাথায় হেলমেট থাকায় তিনি আঘান পায়নি কিন্তু আক্তার এর মাথায় হেলমেট না থাকায় মাথায় মারাত্মক আঘাত পান। দূর্ঘটনাস্থল থেকে আক্তারকে দ্রুত ঢাকায় নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।
আঘাত মারাত্মক হওয়ায় তার অবস্থার অবনতি ঘটে, পরে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় আজ রাত ৯ ঘটিকায় ইন্তেকাল করেন আক্তার হোসেন।
তিনি ১২নং ফরাজীকান্দি ইউনিয়নাধীন ১নং ওয়ার্ড (আমিনপুর) বর্তমান ইউপি সদস্য খোকন মেম্বার এর ছোট ভাই।
মরদেহ তার গ্রামের বাড়িতে এনে দাফন সম্পন্ন করা হবে বলে জানিয়েছে তার পরিবার।
আক্তার হোসেন নাউরি আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের ২০০১ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী। এক কন্যা সন্তানের জনক আক্তার হোসেন এর আত্মার মাগফেরাত কামনা করেছেন তার বন্ধু, পরিবার ও স্বজনেরা।