গোলাম নবী খোকনঃ বিদ্যুৎ বিল দিতে এসে বালুবোঝাই ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ৬০ বছর বয়সী বৃদ্ধার। চাঁদপুরে বিদ্যুৎ বিল দিতে এসে বালু বোঝাই ট্রাকের ধাক্কায় লজ্জাতুন নেসা নামে ৬০ বছরের বৃদ্ধার মৃত্যু হয়েছে।
গত ১ জানুয়ারি রবিবার বাবুর হাট মতলব পেন্নাই সড়কের কালি ভাংতি এলাকার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে দুর্ঘটনা ঘটে। জানা জায় বিদ্যুৎ বিল দিয়ে বাড়ি যাওয়ার পথে বিপরীত থেকে আসা একটি হাইড্রোলিক বালু বোঝাই ট্রাক লজ্জাতুন্নেছা কে ধাক্কা মারে ঘটনাস্থলে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে লজ্জাতুন্নেছার মৃত্যু হয়েছে।
নিহত লজ্জাতুন্নেছা লজ্জাতুন চাঁদপুর সদর উপজেলার ৩ নং কল্যাণপুর ইউনিয়নের, রংগের গাও গ্রামের ৩নং ওয়ার্ডের বকাউল বাড়ির আলী বকাউল এর স্ত্রী।
খবর পেয়ে চাঁদপুর মডেল থানার এস আই সুমন ও এস আই মিজান ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে ঘাতক ট্রাকটি পালিয়ে যায় বলে জানা যায়।
নিহত লজ্জাতুন নেসার ৩ ছেলে, ৩ মেয়ে রয়েছে মৃত্যুর খবর শুনে তার পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে ।
এদিকে লাস্টটি পুলিশ থানায় নিয়ে এসে সুর তাল শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করে।