নওফেল হাসান মায়াব্বিজঃ চাঁদপুরের মতলব উত্তরের প্রথম শ্রেণীর ছেঙ্গারচর পৌরসভার বহুল প্রতীক্ষিত নির্বাচনে ভোটগ্রহণ আজ। সোমকার (১৬ জুলাই) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমে ভোট দেবেন ভোটারেরা। নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। গতকাল থেকেই মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
আইনী জটিলতা কাটিয়ে নির্বাচনের উৎসবমূখর আমেজ বইতে দেখা গেছে পৌরসভার প্রতিটি এলাকাজুড়ে। দীর্ঘ ৯ বছর পর পৌর নির্বাচনে ভোট দেয়ার অপেক্ষায় ভোটাররা।
নৌকার প্রার্থী আরিফুল্লাহ সরকারের সঙ্গে লড়বেন স্বতন্ত্র প্রার্থী নুরুল হক সরকার(নারিকেল গাছ), আব্দুল ওয়াদুদ মাষ্টার(মোবাইল ফোন) ও জাতীয় পার্টির সেলিম হোসেন(লাঙ্গল)।
নির্বাচনে আওয়ামী লীগের কোন বিদ্রোহী প্রার্থী না থাকায় দলীয়ভাবে এগিয়ে রয়েছেন নৌকার প্রার্থী আরিফ উল্লাহ সরকার। অপরদিকে নারিকেল গাছ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নুরুল হক সরকার মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সভাপতি হওয়ায় বিএনপির কর্মীরা গোপনে তারই দিকে ঝুঁকছেন এবং তার পক্ষে কাজ করছেন। অপরদিকে তার সহধর্মীণী পৌরসভার দুই বারের মেয়র নির্বাচিত হওয়ায় তার প্রভাবও কাজ করবে নির্বাচনে। সবমিলিয়ে আওয়ামীলীগের নৌকার প্রার্থী ও সাবেক উপজেলা বিএনপি সভাপতি নারিকেল গাছ প্রতিকের প্রার্থীদের সাথেই হবে মূল প্রতিদ্বন্দ্বিতা ।
নৌকার প্রার্থী আরিফ উল্লাহ সরকার বলেন, “দেশের উন্নয়নে আওয়ামীলীগ সরকারের ভূমিকা অপরিসীম। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প কিছু হতে পারেনা। আমি বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।”
এদিকে প্রতীক পাওয়ার পর থেকে ভোটারদের দ্বারে দ্বারে ভোট চাইতে দেখা গেছে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের। সকলেই নির্বাচিত হলে সঠিক সেবা প্রদানের আশ্বাস দিয়েছেন। গত ১৫ জুলাই প্রচারণার শেষ সময় পর্যন্ত ছুটে বেড়িয়েছেন তারা।
পৌরসভার ০৯ ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৫১ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে লড়াই করবেন ১৩ জন । মোট ভোটার ৩৩হাজার তিন’শত ৩৬ জন।
রিটার্নিং কর্মকর্তা মো. তোফায়েল আহমেদ বলেন, ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন আছে। এ পৌরসভা নির্বাচনে কেন্দ্র ১৬ টি, মোট ভোট কক্ষ ৮৬ টি। শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ জন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ৫ জন,৭ টি মোবাইল টিম, র্যাব, বিজিবি, ও পর্যাপ্ত পরিমাণ পুলিশ ও আনসার মোতায়েন আছে।