ঢাকাSunday , 26 February 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি
  6. খেলা
  7. গণমাধ্যম
  8. ঘূর্ণিঝড়
  9. জাতীয়
  10. দূর্ঘটনা
  11. প্রবাস
  12. প্রযুক্তি
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ খবর

ভেসে উঠেছে মোহনপুরে নদীতে নেমে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ 

Link Copied!

বিমল দেবনাথ : মতলব উত্তর উপজেলার মোহনপুর পর্যটন কেন্দ্র সংলগ্ন নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া নারায়ণগঞ্জের ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে চাঁদপুরের কোস্টগার্ড।

আজ ২৬ ফেব্রুয়ারি (রোববার) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, ২৩ ফেব্রুয়ারি মতলব উত্তর উপজেলার মোহনপুর পর্যটন কেন্দ্রে ঘুরতে আসে নারায়ণগঞ্জের ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা। এ সময় তারা নদীতে গোসল করতে নামে। এদের মধ্যে দশম শ্রেণির দু’ শিক্ষার্থী সাঁতার কম জানায় নদীতে ডুবে যায়। তাৎক্ষণিক সকল ছাত্ররা মিলে ডুবে যাওয়া শাহরিয়ার ইশতিয়াক শামস (১৪)-কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এই ঘটনায় সুস্মিত সাহা (১৫) নামে ওপর শিক্ষার্থী নিখোঁজ রয়।

নিখোঁজ হওয়ার শিক্ষার্থীকে উদ্ধারে অভিযান অব্যাহত রাখে চাঁদপুরের কোস্টগার্ড। তারই প্রেক্ষিতে গতকাল ২৬ ফেব্রুয়ারি রোববার বাংলাদেশ কোস্টগার্ড আউটপোস্ট মোহনপুর সার্চ এন্ড রেসকিউ অপারেশন চালিয়ে সকাল সাড়ে ৮টায় মোহনপুর পর্যটন কেন্দ্রের সামনে মেঘনা নদী হতে সুম্মিত শাহা (১৫) এর মৃতদেহ উদ্ধার করে।

পরবর্তী কার্যক্রমের জন্য মৃতদেহটি মোহনপুর নৌ-পুলিশের নিকট হস্তান্তর করা হয় বলে কোস্টগার্ডের ওই কর্মকতা নিশ্চিত করেন।

বিনা অনুমতিতে এই ওয়েব সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।