গোলাম নবী খোকনঃ মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মুক্তার হোসেন গাজীর মা তাসলিমা বেগম এর কুলখানি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে মরহুমার আত্মার শান্তি কামনায় নিজ গ্রাম রামদাশপুরে কুলখানি ও দােয়া মাহফিলের আয়ােজন করা হয়।
এটি কুলখানি অনুষ্ঠান হলেও রাজনৈতিক ব্যাক্তিবর্গ, প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক সহ বিভিন্ন পেশাজীবি ও সাধারণ মানুষের উপচে পরা ভীড়ে কুলখানি অনুষ্ঠান পরিনত হয় গণমানুষের সমাবেশে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এ অনুষ্ঠানের আয়ােজন।
দোয়া মোনাজাত করেন ফরাজীকান্দি দরবার শরীফের পীর ক্বিবলা আল্লামা শায়খ মাসউদ আহমদ বোরহানী।
কুলখানি অনুষ্ঠানে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যকারী সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু, উপজেলা আওয়ামী লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মিয়া মো. জাহাঙ্গীর, ফতেপুর পূর্ব ইউপি চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, কলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছোবহান সরকার সুভা, এখলাছপুর ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না ঢালী, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নান্নু মিয়া, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম জমাদার, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ফেরদাউস মুর্শেদ জুয়েল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ, আওয়ামী লীগ নেতা বোরহান উদ্দিন মিয়া, হাবিবুর রহমান হাফিজ তপদার, আল মাহমুদ টিটু মোল্লা, ছেংগারচর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন খান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক সিরাজুল ইসলাম ডাবলু উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, তাসলিমা বেগম শনিবার (৯ অক্টোবার) দিবাগত গত রাত ১:৪৫ মিনিটে ঢাকাস্থ বেসরকারী হাসপাতালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর এবং তিনি ৫ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনীজন রেখে গেছেন।