ঢাকাTuesday , 20 September 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি
  6. খেলা
  7. গণমাধ্যম
  8. ঘূর্ণিঝড়
  9. জাতীয়
  10. দূর্ঘটনা
  11. প্রবাস
  12. প্রযুক্তি
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ খবর

মতলব উত্তরে রমরমা অবৈধ ড্রেজার ব্যবসা

Link Copied!

ড্রেজার দিয়ে বালু উঠিয়ে অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে একটি মহল। নদী, খাল এমনকি আবাদি জমিও বাদ পরছেনা ড্রেজার এর ছোবল থেকে। এলাকার বিভিন্ন নিচু জায়গা ভরাট করতে যত্রতত্র বসানো হচ্ছে ড্রেজার, তুলে নেয়া হচ্ছে বালু। উপজেলার অভ্যন্তরীন সেচ খাল গুলোতে ড্রেজার বসিয়ে যেমনিভাবে হরহামেশাই তোলা হচ্ছে বালু । একইভাবে মেঘনা-ধনাগোদার মত প্রবাহমান নদী থেকেও বালু উত্তোলনের চিত্র চোঁখে পড়েছে। এছাড়াও ফসলী জমি থেকে ড্রেজার এর মাধ্যমে বালু উত্তোলনের ঘটনা ঘটছে নিয়মিত। মঙ্গলবার মতলব উত্তরের দুর্গাপুর ইউনিয়নের পাহাড়ের চক এলাকায় গিয়ে দেখা যায় ড্রেজার দিয়ে আবাদী জমির বালু উত্তোলন করছেন সাইফুল নামক এক যুবক। ড্রেজার ব্যবহার করে ফসলী জমি কাটাতে কোন বাঁধা নেই বলে জানান তিনি । এদিকে একই ইউনিয়নের দুর্গাপুর জনকল্যাণ উচ্চবিদ্যালয়ের জায়গা ভরাটে মেঘনা-ধনাগোদা নদীর বালু ড্রেজার দিয়ে উত্তোলনের চিত্র দেখা গেছে । এদিকে উপজেলার প্রধান সেচ খাল থেকে বিভিন্ন সময়ে বালু উত্তোলনের চিত্র দেখা গেলেও এসব বন্ধ হয়নি আজও। অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধে উদ্যোগ নেয়া না হলে কমবে কৃষির আবাদ, ভারসাম্য হারাবে প্রাকৃতিক পরিবেশ ।

বিষয়টি সম্পর্কে দ্রুত আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হেদায়েত উল্লাহ।

বিনা অনুমতিতে এই ওয়েব সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।