“মানবতার টানে শীতার্তদের পাশে” স্লোগান নিয়ে মতলব মানবতার হাত সংগঠনের উদ্যোগে প্রায় অর্ধশত অসহায় ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
৩১ ডিসেম্বর (শনিবার) বিকেলে @কিং অব মতলব মানবতার হাত” সংগঠনের উদ্যোগে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার চরমাছুয়া গ্রামের খানকায়ে মাদানিয়া নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসায় এতিম অসহায় ও সুবিধাবঞ্চিত প্রায় অর্ধশত ছাত্রদের মাঝে শীতের পোশাক ( হুডি) বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কিং অব মতলব মানবতার হাত সংগঠনের সভাপতি মোহাম্মাদ কামাল, সিনিয়র সহ-সভাপতি মোঃ মেহেদী হাসান, গ্রুপের সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক আহামেদ রাজু, প্রচার সম্পাদক আরিফুল রহমান সাগর, জহিরুল ইসলাম আশেক্বী, মোঃ আকাশসহ আরো অনেকে।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ কামাল হোসাইন বলেন ,”আমাদের জন্য দোয়া করবেন আমরা যেনো সব সময় কল্যাণমূলক কাজ করতে পারি। আমি চাই আপনিও উদ্যোগ দাতা হন আপনারাও অসহায়দের পাশে দাঁড়ান। আপনার বাড়ির আশে পাশে অনেক অসহায় এতিম আছে তাদেরকে সাধ্য অনুযায়ী সাহায্য করুন আপনার অল্প সহযোগিতায় হাসি ফুটতে পারে একটা অসহায় ব্যক্তির মুখে।”
২০১৮ সাল থেকেই সংগঠনটি অসহায়দের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সেবা দিয়ে আসছে।