নওফেল হাসান মায়াব্বীজঃ ২৮ সেপ্টেম্বর (বুধবার) প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে মতলবের বিভিন্ন মাদ্রাসা, মসজিদ, এতিমখানায় চাঁদপুর- ২ আসনের সংসদ সদস্য নুরুল আমিন রুহুলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ ও অঙ্গ সহযোগী নেতাকর্মীদের উপস্থিতিতে ফরাজীকান্দি ওয়েসিয়া মাদ্রাসা মসজিদ, দশানী বোরহানুল উলুম আক্রামিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা, সাড়ে পাচানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা,দিঘলীপাড় হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা, দিঘলীপাড় কেন্দ্রীয় মসজিদ,,দক্ষিন নাউরী দক্ষিন পাড়া জামে মসজিদ, দক্ষিন নাউরী কেন্দ্রীয় জামে মসজিদ, বাজার নাউরী মার্কায মসজিদ, মান্দারতলী কেন্দ্রীয় মসজিদ ও এতিমখানা, নবুরকান্দি কেন্দ্রীয় মসজিদ, বদরপুর আদমিয়া ফাজিল মাদ্রাসা ও এতিমখানা, বদরপুর শাহ সোলাইমান লেংটা মাজার মসজিদ, আমিয়াপুর বিবি ফাতেমা দাখিল মাদ্রাসা ও এতিমখানা সহ মতলব উত্তর ও দক্ষিন উপজেলার উল্লেখযোগ্য মসজিদ মাদ্রাসা , এতিমখানায় কোরআন খতম, মিলাদ ও প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও নেক হায়াত কামনা করে দোয়া অনুষ্ঠান আয়োজন করা হয়।