এর পরিপ্রেক্ষিতে ঢাকার সৌদি দূতাবাস থেকে জানানো হয়েছে, শাপলা সেন্টারকে পাসপোর্ট জমা ও ভিসা দেওয়ার কোনো দায়িত্ব দেওয়া হয়নি। পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত ঢাকার সৌদি দূতাবাসেই পাসপোর্ট জমা নেওয়া হবে।
গত ৭ অক্টোবর এ সংক্রান্ত একটি নোটিশও দেয় দূতাবাস। ঢাকার সৌদি দূতাবাস আরও জানায়, গত বৃহস্পতিবারও দূতাবাসে পাসপোর্ট জমা ও ভিসা দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী শুক্র-শনিবার বন্ধ ছিল। আজ রবিবার আবার আগের মতোই দূতাবাসে পাসপোর্ট জমা নেওয়া হবে।
বিনা অনুমতিতে এই ওয়েব সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।