ঢাকাSunday , 16 October 2022
  1. Media
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলা
  8. গণমাধ্যম
  9. ঘূর্ণিঝড়
  10. জাতীয়
  11. দূর্ঘটনা
  12. প্রবাস
  13. প্রযুক্তি
  14. ফিচার
  15. বিনোদন

ঢাকায় সৌদি দূতাবাসেই পাসপোর্ট জমা দেওয়া যাবে

Nahid Khan
October 16, 2022 10:00 am
Link Copied!

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) পক্ষ থেকে গতকাল শনিবার দাবি করা হয়, সৌদিগামী কর্মীদের পাসপোর্ট জমা ও ভিসা স্ট্যাম্পিংয়ের দায়িত্ব সৌদি দূতাবাস ‘শাপলা সেন্টার’ নামের একটি বেসরকারি ফার্মকে দিয়েছে।

এর পরিপ্রেক্ষিতে ঢাকার সৌদি দূতাবাস থেকে জানানো হয়েছে, শাপলা সেন্টারকে পাসপোর্ট জমা ও ভিসা দেওয়ার কোনো দায়িত্ব দেওয়া হয়নি। পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত ঢাকার সৌদি দূতাবাসেই পাসপোর্ট জমা নেওয়া হবে।

গত ৭ অক্টোবর এ সংক্রান্ত একটি নোটিশও দেয় দূতাবাস। ঢাকার সৌদি দূতাবাস আরও জানায়, গত বৃহস্পতিবারও দূতাবাসে পাসপোর্ট জমা ও ভিসা দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী শুক্র-শনিবার বন্ধ ছিল। আজ রবিবার আবার আগের মতোই দূতাবাসে পাসপোর্ট জমা নেওয়া হবে। 

বিনা অনুমতিতে এই ওয়েব সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।