বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এই সময়ের জনপ্রিয় গায়ক প্রীতম হাসান ও মডেল শেহতাজ মুনিরা হাসিম।
শুক্রবার বিকেলে তাদের ফেইসবুক একাউন্টে বিয়ের ছবি প্রকাশ করেন।
এর আগে গতকাল(বৃহস্পতিবার) রাতে মডেল ও অভিনেত্রী সুনেরা বিনতে কামাল এর পোস্ট করা ছবিতে তাদের গায়ে হলুদের তথ্যটি প্রকাশ পায়। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন প্রীতম হাসান এর ভাই প্রতীক হাসান।
শুক্রবার বিকেলে সিলেটের একটি রিসোর্টে তাদের বিবাহ অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
গত ৫ বছর পূর্বে একটি গানের মডেলিং এর মাধ্যমে প্রীতম হাসান এর সঙ্গে পরিচয় হয় সেহতাজ মুনিরা হাসিম এর। পরবর্তীতে সেটি সম্পর্কে গড়ালে দীর্ঘ পাঁচ বছর পর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
অভিনন্দন এবং শুভকামনায় ভাসছেন তারা।
বিনা অনুমতিতে এই ওয়েব সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।