একের পর এক বৃষ্টি বাধায় পড়ছে এবারের বিশ্বকাপ টি-টোয়েন্টি আসর। এ নিয়ে বৃষ্টি বাধায় বাতিল হয়েছে ৩ টি ম্যাচ। তার মধ্যে আজকে সকালেরই একটা।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আজ (শুক্রবার) সকালে প্রথম ম্যাচে আফগানিস্তান-আয়ারল্যান্ড মাঠে নামার আগেই বৃষ্টি বাধায় পড়ে যায়। ম্যাচের টস হওয়ার সুযোগ হয়নি। ফলে অনেকক্ষণ অপেক্ষা করে ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়।
দিনের দ্বিতীয় খেলারও পরিস্থিতি প্রায় একই। অস্ট্রেলিয়া-ইংল্যান্ড দল অপেক্ষা করছে মাঠে নামার। তবে বৃষ্টি তাদের সুযোগ দিচ্ছে না। এদিকে তীব্র বৃষ্টির কারণে পিছিয়েছে এ ম্যাচের টসও।
এ ম্যাচের আগে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া দুই দলই একটি করে ম্যাচে হেরেছে এবং জয় পেয়েছে। তাই সেমিফাইনালে যাওয়ার জন্য এই ম্যাচটি দুই দলের জন্যই খুব গুরুত্বপূর্ণ।
বিনা অনুমতিতে এই ওয়েব সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।