ঢাকাSunday , 13 November 2022
  1. Media
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলা
  8. গণমাধ্যম
  9. ঘূর্ণিঝড়
  10. জাতীয়
  11. দূর্ঘটনা
  12. প্রবাস
  13. প্রযুক্তি
  14. ফিচার
  15. বিনোদন

যশোরের দাফন করা হবে আকবরকে

Nahid Khan
November 13, 2022 12:04 pm
Link Copied!

যশোরের ‘কারাবালা’ নামে একটি কবস্তানে দাফন করা হবে কণ্ঠশিল্পী আকবরকে। বিষয়টি জানিয়েছেন তার স্ত্রী কানিজ ফাতেমা।

তিনি জানান, মিরপুর আকবরের প্রথম জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হবে যশোহরের গ্রামের বাড়িতে।  সেখানে বাদ এশা জানাজা শেষে কারবালা কবর স্থানে দাফন করা হবে আকবর।

রোববার দুপুর ৩টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আকবর। তার বয়স হয়েছিল ৫৪ বছর।

দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, জন্ডিস, কিডনি, রক্তের প্রদাহসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভোগছিলেন আকবর। দীর্ঘদিন ধরেই হাসপাতালে চিকিৎসা চলছিল তার। বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন তিনি। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় ৯ নভেম্বর সকালে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখান থেকে আর ফেরা হলো না এই শিল্পীর।

রিক্সাচালক থেকে ‘ইত্যাদি’র মাধ্যমে গায়ক হিসেবে দেশ-বিদেশে পরিচিতি পান আকবর। ‘তোমার হাত পাখার বাতাসে…’ গানটি গেয়ে ব্যাপক জনপ্রিয়তা পান আকবর। এছাড়া, তার কণ্ঠে ‘একদিন পাখি উড়ে যাবে যে আকাশে, ফিরবে না সেতো আর কারও আকাশে’- কিশোর কুমারের গানটিও  বেশ জনপ্রিয় হয়।

বিনা অনুমতিতে এই ওয়েব সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।