দেশের ক্রীড়া সাংবাদিক ও লেখকদের সবচেয়ে প্রাচীন ও সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস এ্যাসোসিয়েশন (বিএসপিএ) এ বছর প্রতিষ্ঠার ৬০ বছর পূর্ণ করেছে। করোনা পরবর্তী বৈশ্বিক পরিস্থিতি এবং বছরজুড়ে খেলাধুলার ব্যস্ত সূচির মধ্যেও বছরের শেষভাগে জমকালো আয়োজনে বিএসপিএ’র ৬০ বছর পূর্তি (হীরক জয়ন্তী) উৎসব পালন করবে। বিএসপিএ’র এই আয়োজনে পৃষ্ঠপোষক হিসেবে সঙ্গে আছে বসুন্ধরা গ্রুপ।
দেশের স্বাধীনতার ৫০ বছরে সেরা দশ ক্রীড়াবিদকে সংবর্ধনার আয়োজন করেছে ১৯৬২ সালে প্রতিষ্ঠিত এই ক্রীড়া সংগঠনটি। নির্বাচকদের দৃষ্টিতে দেশের গত অর্ধশতাব্দীতে দেশের দশ সেরা ক্রীড়াবিদরা হলেন- ফুটবলার কাজী সালাউদ্দিন ও প্রয়াত মোনেম মুন্না, ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসান, বক্সার মোশাররফ হোসেন, উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, শুটার আসিফ হোসেন খান, এ্যাথলেট প্রয়াত শাহ আলম, সাঁতারু মোশাররফ হোসেন খান এবং গলফার সিদ্দিকুর রহমান।
৩০ ডিসেম্বর হোটেল সোনারগাঁওয়ে জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সেরা দশ ক্রীড়াবিদের হাতে সংবর্ধনা ও এক লাখ টাকার প্রাইজমানি তুলে দেয়া হবে। মঙ্গলবার বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের (বিওএ) অডিটরিয়ামে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন বিএসপিএর সভাপতি সনৎ বাবলা। এ সময় সাধারণ সম্পাদক সামন হোসেন উপস্থিত ছিলেন।