ঢাকাTuesday , 13 December 2022
  1. Media
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলা
  8. গণমাধ্যম
  9. ঘূর্ণিঝড়
  10. জাতীয়
  11. দূর্ঘটনা
  12. প্রবাস
  13. প্রযুক্তি
  14. ফিচার
  15. বিনোদন

মতলবে তরঙ্গ ছাত্র কল্যাণ পরিষদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

Link Copied!

ইসতিয়াক জামান নাফিজ: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী ওটারচর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘তরঙ্গ ছাত্র কল্যাণ পরিষদ’ এর উদ্যোগে ১২ ডিসেম্বর ওটারচর উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেনি পর্যন্ত ছাত্র ছাত্রীদের অংশ গ্ৰহনে শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষাবৃত্তি পরীক্ষা পর্যবেক্ষণ করেন গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ওটারচর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শহীদ উল্লাহ প্রধান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন, তরঙ্গ ছাত্র কল্যাণ পরিষদের সাবেক সভাপতি মো. নাজমুল হক সুমন, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার গাজী আহমেদ উল্লাহ, সিনিয়র সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন শফিক, অর্থ সম্পাদক মিজানুর রহমান মুন্সী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আলী আকবর প্রধান, সিনিয়র শিক্ষক নূরুল আমিন ঢালী, ছেংগারচর পৌরসভার সহায়ক সদস্য ঢালী কামরুজ্জামান হারুন, সিনিয়র শিক্ষক গোলাম হায়দার মোল্লা, তরঙ্গ ছাত্র কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান খান সুমন, নির্বাহী সদস্য রবিউল্লাহ খান, ওটারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শামসুল আলম প্রধান, প্রধান শিক্ষক আশিকুজ্জামান প্রমুখ।

উল্লেখ্য ওটারচর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের অরাজনৈতিক স্বেচ্ছাসেবি সংগঠন হিসেবে ২০০৪ আত্নপ্রকাশ করে তরঙ্গ ছাত্র কল্যাণ পরিষদ৷ প্রতিষ্টালগ্ন থেকে অদ্যাবধি পর্যন্ত বিদ্যালয়ের শিক্ষারমান ও অবকাঠামো উন্নয়নমুলক কর্মকান্ডে সম্পৃক্ততা বজায় রেখেছে৷ এরই ধারাবাহিকতায় সংগঠনের দেড়যুগ পূর্তি উপলক্ষে আগামী ১১ জানুয়ারি ২০২৩ বুধবার শিক্ষাবৃত্তি পুরস্কার দেড়যুগ পুর্তি উদযাপনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল, মতলব উত্তর উপজেলার নির্বাহী অফিসার আশরাফুল হাসান, মতলব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিন, ইস্ট কেন্ট মেডিকেল বিশ্ববিদ্যালয় (ইউকে) ডাক্তার মোহাম্মদ সাকেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ

বিনা অনুমতিতে এই ওয়েব সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।