গোলাম নবী খোকনঃ অভি বক্ত ঢাকা মহানগর আওয়ামীলীগের সাবেক সফল সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক নৌ -পরিবহন প্রতিমন্ত্রী ও সাবেক দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রী জননেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম পুনরায় বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ায় মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নে যুবলীগ নেতা হাসান মুর্শেদ আহার চৌধুরীর নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের হয়।
মিছিলটি মোহনপুর আলী ভিলা থেকে শুরু করে মোহনপুর, মুদাফর বাজার সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মোহনপুর বাজার এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামিলীগ নেতা বোরহানউদ্দিন চৌধুরী,বীর মুক্তি যোদ্ধা শাজাহান, বীর মুক্তি যোদ্ধা জয়নাল আবেদীন, যুবলীগ নেতা বদিউ আলম বদু, সাবেক ইউপি সদস্য হুমায়ূন, আলী জিন্নাহ মিজি, সেচ্ছাসেবকলীগ নেতা শাহিন চৌধুরী সহ অসংখ্য নেতা কর্মী মিছিলে অংশ নেন।
এ ছাড়া দূর্গাপুর ইউনিয়নে আওয়ামিলীগ নেতা রিয়াজুল হাসান রিয়াজের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের হয়।