গোলাম নবী খোকনঃ চাঁদপুর প্রেসক্লাব কর্তৃক আয়োজিত সাংবাদিক সমাবেশ গত ৩০ ডিসেম্বর বিকালে চাঁদপুর প্রেসক্লাবের তৃতীয় তলায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলনের সভাপতিত্ত্বে, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদাউস এর উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। তিনি বক্তব্যে বলেন, সাংবাদিকরা হলো সমাজের আয়না, সাংবাদিকদের লিখুনীর মাধ্যমেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব।
তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের সিখড়ে পৌঁছে দিয়েছে। এখন তিনি দেশকে করবেন স্মার্ট বাংলাদেশ।
তিনি আরও বলেন, প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিদ্যুৎ সংযোগ ১০০% করে দিয়েছেন। ফ্লাইওভার, পদ্মা সেতু , মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেল,মেট্রোরেল, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন সহ অসংখ্য দৃশ্য মান কাজ করেছেন। তিনি সাংবাদিকদের কল্যান ট্রাষ্ট করে, এর থেকে সারা দেশের সাংবাদিকদের সহযোগিতা করেছেন এবং এ বছর চাঁদপুরের সাংবাদিকদের ৩৪ জনের ১০ হাজার টাকা করে চেক দিয়েছেন, এ কার্যক্রম সব সময় চালু থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন চাঁদপুর পৌর সভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, সাংবাদিক দেলোয়ার হোসেন, বীর মুক্তি যোদ্ধা হুমায়ুন কবির, সাংবাদিক রহিম বাদশা, রাশেদ সাহরিয়া পলাশ, রোকনুজ্জামান রোকন, মনির চৌধুরী, আনোয়ার হাবিব কাজল, শাহাদাত হোসেন শান্ত,লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, বিপ্লব সরকার, নেয়ামত উল্লাহ, গোলাম মোস্তফা, কেএম মাসুদ , চাঁদপুর প্রেসক্লাবের নব-গঠিত সভাপতি এ এইচ এম আহসান উল্লাহ,সাধারণ সম্পাদক আল এমরান শোভন, সাংবাদিক শওকত আলী, আরিফ হাসান, তানহা জোবায়ের, খোরশেদ আলম, শাওন পাটোয়ারী, শ্যামল চন্দ্র দাস, গোলাম ছারোয়ার সেলিম, রোকনুজ্জামান, জাকির হোসেন, কামরুজ্জামান টুটুল,মাসুদ হাসান, মাসুদ রানা, আলমগীর তালুকদার, সুজন পোদ্দার, কামরুজ্জামান প্রমূখ।
অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন মাওলানা আব্দুর রশিদ, গীতা পাঠ করেন।