চাঁদপুরের মতলব উত্তর উপজেলার লুধুয়া- রাঢ়িকান্দি সড়কের পাশে অবস্থিত কামালিয়া ওয়ায়েসীয়া (রাঃ) ইয়াতীমখানা ও মুহাম্মদীয়া(সাঃ) জেনারেল মাদ্রাসায় ভাষা শহীদদের স্মরণে বাৎসরিক ক্রিড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
২১ ফেব্রুয়ারী (মঙ্গলবার) সকালে কামালিয়া ওয়ায়েসীয়া জেনারেল মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠানটি আয়োজিত হয়।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত করেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থী জুন্নুন সরকার।
খাজা খায়রুদ্দিন ফিরোজের সভাপতিত্বে প্রধান শিক্ষক আল-আমিন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এস. ডি. সি. ম্যানেজিং ডিরেক্টর ওয়াসীম আকরাম তুষার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক মুক্তার হোসেন জমাদার, মিলন বেপারী, ওটারচর উচ্চ বিদ্যালয় ধর্মীয় শিক্ষক মাওলানা আমিনুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ওয়াসিম আকরাম তুষার বলেন, “দেশের জন্যে ও ভাষার জন্যে জীবন দান করা সকল শহীদদের ত্যাগ ভুলার মতো নয়। একমাত্র বাঙ্গালী জাতি’ই ভাষার জন্যে জীবন দিয়েছে। আমরা শ্রদ্ধাভরে তাদের স্মরণ করবো। জাতীয় দিবসগুলো সম্পর্কে যেন শিক্ষার্থীরা পূর্ণ ধারণা রাখে সেদিকে শিক্ষক ও অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখতে হবে। ভাষার জন্যে জীবন দেয়া শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি”।
এসময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের শিক্ষক মিনারা আক্তার, সুমাইয়া আক্তার, সখিনা আক্তার, রহিমা বেগম, মাইন উদ্দিন মাষ্টার, মাসুম সরকার, ব্যবসায়ী ফরহাদ হোসেন মোল্লা, বিশিষ্ট সমাজসেবী জাকির হোসেন, আল-আমিন, দুদু মিয়া সরকার, আঃ মতিন পাটোয়ারি, মোস্তফা পাটোয়ারী, সাগর জমাদার, মহসিন জমাদারসহ আরো অনেকে।
আলোচনা সভা শেষে ৪০ জন শিক্ষার্থীদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরষ্কৃত করা হয়। এছাড়াও অভিভাবকদের বালিশ বদল প্রতিযোগীতায় অর্ধ শতাধিক প্রতিযোগীর মাঝে বিজয়ী ৩ জনকে পুরষ্কার প্রদান করা হয়।
পুরষ্কার বিতরণ শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল্লাহ।