নওফেল হাসান মায়াব্বিজঃ ২২ মে সোমবার বিকেলে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার “রহমানিয়া দারুল উলুম মাদ্রাসা” শিক্ষক দের হাতে সাউন্ড বক্স তুলে দেন “আমরাও মানুষ মানবিক সংগঠনের সদস্যরা।
এসময় এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ নাইম হোসাইন,সংগঠনের সদস্য আহসান হাবীব, রহমানিয়া দারুল উলুম মাদ্রাসার শিক্ষক মাওলানা মনির হোসাইন, হাফেজ মাওলানা শামীম হোসাইন।
এ সময় উপস্থিত ছিলেন “আমরাও মানুষ মানবিক সংগঠনের সদস্য ফয়সাল আহমেদ, সজিবসহ মাদ্রসার শিক্ষক ও শিক্ষার্থীরা।
আমরাও মানুষ মানবিক সংগঠনের সদস্যরা তাদের বক্তব্যে বলেন , “আমাদের সংগঠনটি প্রতিষ্ঠাকাল থেকে অসহায় মানুষের পাশে থেকে সাহায্য সহযোগিতা করে আসছে, রহমানির দারুল উলুম মাদ্রাসার প্রায় ২শতাধিক শিক্ষার্থী রয়েছে, একজন শিক্ষক পাঠদানকালে তার কথা সকল শিক্ষার্থীদের কান অবধি পৌঁছোয় না তাই কোমলমতি শিক্ষার্থীদের পরাশুনার শুবিধার্থে দুইটি সাউন্ড বক্স ও একটি মাইক্রোফোন উপহার দিয়েছি, এই মানবিক কাজে যারা সহযোগিতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।”
সংগঠনের সদস্যরা আরো বলেন, পরবর্তীতে শিক্ষার্থীদের যে কোন শিক্ষা সামগ্রী প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করলে “আমরাও মানুষ মানবিক সংগঠন” আপনাদের পাশে থাকবে।