নওফেল হাসান মায়াব্বিজ: চাঁদপুরের মতলব উত্তরে কোটি টাকা ব্যয়ে নির্মিত দৃষ্টিনন্দন আনোয়ারপুর কেন্দ্রীয় জামে মসজিদের নব নির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে।
১৯ মে শুক্রবার সকাল ৯ টায় নির্মিত দৃষ্টিনন্দন মসজিদ টির ফলক উন্মোচন এবং ফিতা কেটে মসজিদ শুভ উদ্বোধন করেন কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।
উদ্বোধন উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, ” দৃষ্টিনন্দন মসজিদটি আনোয়ারপুর গ্রামের মানুষের রুচির বহিঃপ্রকাশ ঘটিয়েছে। যেভাবে সকলে মিলে এমন একটি সুন্দর মসজিদ গড়ে তোলেছেন ঠিক সেভাবেই মসজিদের মান অক্ষুণ্ণ রাখতে ঐক্যবদ্ধভাবে এর রক্ষণাবেক্ষণ করবেন। শুধু মসজিদই নির্মাণই নয় মসজিদে নিয়মিত নামাজী মুসল্লীও থাকতে হবে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছেন এবং এই দেশে ইসলাম প্রচার-প্রসারের জন্যে তিনি একটি উর্বর ভূমি রেখে গেছেন। ইসলামি নির্দেশনায় তিনি সাড়ে তিন বছর রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন। তারই সময়কালে ইসলামিক ফাউন্ডেশন, মাদ্রাসা বোর্ড গঠন করা হয়। তারই ধারাবাহিকতায় ১৬-২০ কোটি টাকা ব্যয়ে সারাদেশে সকল উপজেলায় মডেল মসজিদ নির্মাণ করছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। তিনি আলেম সমাজকে সন্মানিত করে যাচ্ছেন। সবাই জননেত্রী শেখ হাসিনা জন্য দোয়া করবেন।
আনোয়ারপুর কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি,আলহাজ্ব মাসুদ আলম কাজলের সভাপতিত্বে, সাধারন সম্পাদক মাহাবুব হোসেন প্রধানের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন, মারুফ হোসেন খান বিজয়, আলহাজ্ব মোঃ আবুল কাসেম সরকার, ডাক্তার খবির উদ্দিন আহমেদ, কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক ইন্জিনিয়ার কামরুজ্জামান খান।
এ সময় আনোয়ারপুর কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সভাপতি বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক মাসুদ আলম কাজল বলেন, আল্লাহর ইচ্ছে ও গ্রামবাসীর ঐকান্তিক প্রচেষ্টায় আল্লাহর ঘর মসজিদ নানন্দিক এবং দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করতে পেরেছি। আমাদের গ্রামের পুরতান মসজিদটি ১৯৪৩ সালে নির্মিত। বর্তমানে পুরাতন মসজিদটিতে মুসল্লীদের জায়গা না হওয়ায় আমার এবং গ্রামবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ছিলো বড় পরিসরে একটি মসজিদ নির্মাণ করা। সেই স্বপ্ন বুকে ধারণ করে গ্রামবাসীদের সহযোগিতায় ২০১৬ সালে মসজিদের নির্মাণ কাজ শুরু করি। করোণাকালীন সময়ে কাজের কিছুটা বিঘ্ন ঘটলেও অবশেষে দীর্ঘ অপেক্ষার পর আমাদের স্বপ্নের প্রতিফলন মসজিদটি আজকে উদ্বোধন করতে পেরেছি। এ জন্য আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করছি।”
তিনি আরো বলেন, “শুধু মসজিদ নির্মাণ করলেই হবে না আমাদের মসজিদের নান্দনিকতা বজায় রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন। মসজিদে নিয়মিত মুসল্লী সংখ্যা বৃদ্ধি করতে হবে। গ্রামের সকলকে মসজিদ মুখী হতে হবে।”
এ সময় উপস্থিত ছিলেন,দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফরিদ আহাম্মদ ইত্তেফাক, দূর্গাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান আরমান,ইউনিয়ন ছাত্রলীগের সাবেক প্রতিষ্টাতা সভাপতি আনিছুর রহমান বাদল, বিশিষ্ট ব্যবসায়ী ইন্জিনিয়ার সাইদুজ্জামান তপন, দূর্গাপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মেদেহী হাসান রনী,আবু হাসান মাসুম, ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম, যুবলীগ নেতা হুমায়ুন, ইউছুফ জামিল সরকার সহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ।
উল্লেখ্য, গত ২ ডিসেম্বর ২০১৬ সালে মসজিদের নির্মান কাজ শুরু করে এলাকা বাসি, দীর্ঘ ৭ বছর পড়ে আজ পবিত্র জুম্মা নামাজের মধ্যে দিয়ে মসজিদটি উদ্বোধন করা হয়। উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয় এতে অংশ গ্রহন করেন মতলবের ভিবিন্ন মসজিদের ইমাম গন, বিভিন্ন মাদ্রাসার ছাত্রারা ও এলাকাবাসি।