ঢাকাFriday , 26 May 2023
  1. Media
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলা
  8. গণমাধ্যম
  9. ঘূর্ণিঝড়
  10. জাতীয়
  11. দূর্ঘটনা
  12. প্রবাস
  13. প্রযুক্তি
  14. ফিচার
  15. বিনোদন

কচুয়ায় হ্যান্ডকাপসহ ডাকাত সর্দার শহীদ উল্যাহ’র পলায়ন

Link Copied!

কচুয়ায় হ্যান্ডকাপসহ আন্ত:জেলা ডাকাত সর্দার শহীদ উল্যাহ (৩৮) পালিয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় কচুয়া উপজেলার রাজারামপুর গ্রামের মনতাজ মিয়ার ছেলে শহীদ উল্যাহকে কচুয়া ও দাউদকান্দি থানার সীমান্তবর্তী তালেরছেও গ্রামের বড় বাড়ি থেকে আটক করে হাতে হ্যান্ডকাপ পড়ানোর মুহুর্তে পুলিশের সাথে ধস্তাধস্তি করে হ্যান্ডকাপসহ পালিয়ে যায় শহীদ উল্যাহ।

তাৎক্ষনিক শহীদ উল্যাহকে পূনরায় আটক করার জন্য কচুয়া ও দাউদকান্দি থানা পুলিশ সীমান্তবর্তী তালেরছেও গ্রামসহ আশপাশের এলাকায় ব্যাপক অভিযান চালালেও তাকে আটক করা সম্ভব হয়নি।

কচুয়া থানার ওসি ইব্রাহিম খলিল জানান, শহীদ উল্যাহ’র বিরুদ্ধে দেবীদ্বার,চান্দিনা,কচুয়া থানাসহ বিভিন্ন থানায় ডাকাতির একাধিক মামলা রয়েছে। কচুয়া উপজেলার জয়নগর গ্রামে গত ১৯ মে শিক্ষক আতাউর রহমান আজাদের বাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনায় দায়েরকৃত মামলায় (নং- ২১) সন্দেজহভাজন আসামী হিসেবে শহীদ উল্যাহকে আটকের জন্য অভিযান চালানো হয়।

তাকে আটক করে হ্যান্ডকাপ পড়ানোর সময় শহীদ উল্যাহ পুলিশের সাথে ধস্তাধস্তি করে হ্যান্ডকাপসহ পালিয়ে যায় ।

এসময় ধস্তাধস্তিতে কচুয়া থানার এএসআই জয়নাল ও বাবুল বেগ আহত হয়। খবর পেয়ে চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ ঘটনাস্থলে আসেন। তিনি আরো জানান, হ্যান্ডকাপসহ পালানো ডাকাত সর্দার শহীদ উল্যাহকে আটকের চেষ্টা চলছে।

এদিকে কচুয়া থানার সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সুদীপ্ত শাহীন জানান, শহীদ উল্যাহ পালিয়ে যাওয়ার ঘটনায় দাউদকান্দি থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিনা অনুমতিতে এই ওয়েব সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।