মোঃ নাজমুল প্রধান: শুক্রবার বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সভায় এক বিশাল মিছিল নিয়ে উপস্থিত হন বিশিষ্ট শিল্পপতি দেওয়ান মফিজুল ইসলাম।
গজরা ইউনিয়ন কর্মী সভায় বক্তব্য প্রদান করেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক ত্রান ও দুর্যোগ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বীক্রম ।
তিনি বলেন সারাদেশে জাতীয় সংসদ নির্বাচনের আমেজ বিরাজ করছে, আর বিএনপি এই নির্বাচনে না যাওয়ার নানা ষড়যন্ত্র করছে, এই দলটির জেনে রাখার দরকার নির্বাচনে অংশ না নিলে ক্ষমতায় যাওয়া যায়না
এসময় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিনা অনুমতিতে এই ওয়েব সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।