নওফেল হাসান মায়াব্বিজঃ আবারো তরুন উদিয়মান গীতিকবি রবিউল আউয়াল এর কথায় ‘মন ভোলা-২’ শিরোনামে নতুন গানে কন্ঠ দিলেন পরান। গানটির সুর করেছেন কণ্ঠশিল্পী পরান নিজেই এবং সঙ্গীতায়োজন করেছেন রোজেন রহমান। গত ৭ই মে “Poran Ahsan Music” ইউটিউব চ্যানেল ও “Poran Ahsan” ফেইসবুক পেইজ থেকে গানটি উন্মুক্ত করা হয়।
এর আগে ২০১৮ সালের আগষ্ট মাসে “মন ভোলা” শিরোনামে একটি গান প্রকাশিত হলে গানটি শ্রোতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলে এবং অনেক শ্রোতা পরবর্তীতে “মন ভোলা-২” গান প্রকাশের আশা ব্যক্ত করে মন্তব্যের ঝড় তোললে রবিউল আউয়াল লিখতে শুরু করেন মন ভোলা-২’ গানটি। এছাড়াও গীতিকবি রবিউল আউয়ালের কথায় গাঙচিল, কোটা কমাও মেধা বাঁচাও, বাবা মায়ের দোয়া, লাশ, শেষ বিদায়, নষ্টালজিয়া, পোড়ামন, ভাগ গুণ শূন্য, শিকড়ের টানে, আম্মাজান, বাংলার গান এবং বি নেগেটিভ রক্তের গ্রুপের থিম সং সহ প্রায় দেড় ডজন গানে কন্ঠ দিয়েছেন পরান।
গানটি নিয়ে জানতে চাইলে গীতিকবি রবিউল আউয়াল বলেন, “২০১৮ সালের শেষের দিকে পরানের কন্ঠে প্রথম মন ভোলা শিরোনামে একটি গান প্রকাশ হয় এবং গানটি শ্রোতাদের মধ্যে অনেকেরই প্রচন্ড ভালো লাগে। যার ফলে অনেক শ্রোতারা পরান এবং আমার ইনবক্সে ‘মন ভোলা-২’ শিরোনামে গান প্রকাশের অনুরোধ করে। আমিও মন ‘ভোলা -২’ গান লিখার প্রতিশ্রুতি দেই এবং গানটি লিখে ফেলি।
প্রথম মন ভোলা গানের গল্পে ছিল একজন চালচুলোহীন ব্যক্তির আপন মনে জীবন যাপন করার গল্প। সে আপন মনে পথ চলে, এই পথ চলতে গিয়ে সংসার জীবন, মায়া, পিছুটান সবই ভুলে যায়। যার ফলে তার ঘরে থাকা রমণীর মনের মত হতে পারেনি। সে বুঝতে পেরে তার ঘরে থাকা রমণীকে অনুরোধ করেছে, এইরকম দু’ টানার মধ্যে জীবন যাপন না করার জন্য। সে তার মনের কথাই শোনে মনের ডাকে যখন যেথায় ইচ্ছে চলে যায়। সে কাউকে আর পিছু ডাকতে চায় না। তার মতো করেই সে স্বাধীন পথ চলতে চায়।
মন ভোলা-২’ শিরোনামের গানটির গল্পে ভিন্নতা রয়েছে। গানটির বক্তব্যে নিজের মনের সাথে কথোপকথন করেছে। ব্যক্তি মনভোলা মানুষ। এই ভোলার স্বভাব তার জনম ভরে থাকুক এমন প্রত্যাশা করে। ভালোবাসার মানুষ আপন হয়নি যাকে আপন মনে করতো। সে তাকেই ভুলে থাকতে চায়, তাকে মনে রাখতে গেলে সংসার তার আপন হয় না। সে নিজের মনকে প্রশ্ন করে -তার ঘরে যে রমণী বসত করে সেই জনা কি তার পর? আবার নিজেই নিজের মনকে বলে – না সে পর না! সে তার ভালো মন্দের সব দায়িত্ব নিয়েছে। সে পিছনে ফিরে যেতে চায় না ভুলে থাকতে চায়! পিছন ভুলে বর্তমানকে নিয়ে থাকতে।সে যখন যেখানেই থাকুক না কেন, জীবন নিয়ে কোন হিসেব কষতে চায় না! কখন কোথায় কি হল ভাবতে চায় না! হিসেব কষতে গেলে, ভাবতে গেলে, আবারো অন্তর ভাঙবে, সব হারিয়ে শূন্য বালুচরে ঘর বাঁধতে হবে। সে মন ভোলা হয়ে থাকতে চায় এবং তাইতো ভোলার স্বভাব জনমভরে থাকার কামনা করে। এমনই একটি গল্প নিয়ে গানের কথা সাজানো হয়েছে।
গানটির মূল কথা হলো – পুরনো স্মৃতি আঁকড়ে বর্তমান ভবিষ্যৎ কে হত্যা না করা। পুরনোকে ভুলে থাকার স্বভাব গড়ে তোলে বর্তমানকে প্রাধান্য দিয়ে পথ চলা। কারো জন্য নিজের জীবন ও পৃথিবী থামিয়ে না দেয়া। নিজের পৃথিবী থামিয়ে দিয়ে অন্য জীবনের গতিপথ বন্ধ না করা।
গানটির চমৎকার সুর করেছে পরান এবং রোজেন ভাইয়ের অসাধারন কম্পোজিশনে পরানের কন্ঠে গানটি চমৎকার হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস মন ভোলা-২’ গানটিও শ্রোতারা সাদরে গ্রহন করবে এবং ভালো লাগবে।”
গানটিতে কণ্ঠ দেয়া এসময়ের জনপ্রিয় সংগীতশিল্পী পরাণ আহসান বলেন, “প্রচন্ড মন খারাপ করা প্রহরে সুর দিয়েছিলাম “মন ভোলা” গানটি। আমার সীমিত শ্রোতা পরিসরে গানটি ব্যাপক গ্রহন যোগ্যতা পায়। সুর ও কন্ঠ দিয়ে প্রশংসিত হয়েছি। আর রবিউল আউয়াল আমার আস্থায় স্থায়ী আসন করে নেয়। এ প্রজন্মের যতজন গীতিকারের সাথে কাজ করেছি নিঃসন্দেহে রবিউল অনন্য। তার লেখা “মন ভোলা” গানটি কিছু মানুষের এতটাই পছন্দ হয়েছে যে,বারবার তারা এই শিরোনামের নতুন গান শুনতে চেয়ে আমার কাছে অনুরোধ করতে থাকেন। ২০১৯ সালে এক ইউটিউবার ভক্ত খুব করে আমায় জেঁকে ধরে, “মন ভোলা” শিরোনামে অথবা গানের মধ্যে “মন ভোলা” শব্দ দুটি দিয়ে হলেও তার চ্যানেলে একটা গান করে দিতেই হবে। যথারীতি রবিউলকে নক দিই। কিন্তু ব্যস্ততার কারনে উনি সময় দিতে পারে নাই। যাই হোক এত কথা এজন্যই বললাম যে, “মন ভোলা” শিরোনামটাই যেন আমার জন্য লাকি। তাই আবারও “মন ভোলা” নিয়ে এলাম শ্রোতাদের মাঝে শ্রোতাদের অনুরোধে। শ্রোতারা হয়তো প্রথম বা দ্বিতীয় গানগুলোর সাথে এই গানটার তুলনা করবেন। কিন্তু আমি মনে করি নাম এক হলেও প্রত্যেকটা গানে আলাদা স্বকীয়তা রয়েছে। বিরহী মন নিয়ে শুনুন, ভালো লাগবে বলেই বিশ্বাস করি।
সবশেষে আমার সংগীতের প্রাণ রোজেন দা’র প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। নিরলসভাবে আমার গানে প্রান সঞ্চার করার জন্য।”
গানটির মিউজিক ভিডিও গত ৭ই মে সন্ধ্যা ৭টায় “Poran Ahsan Music” ইউটিউব চ্যানেল ও “Poran Ahsan” ফেইসবুক পেইজ থেকে গানটি অবমুক্ত বা উন্মুক্ত করা হয়।
গানের লিংক