ঢাকাSaturday , 6 May 2023
  1. Media
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলা
  8. গণমাধ্যম
  9. ঘূর্ণিঝড়
  10. জাতীয়
  11. দূর্ঘটনা
  12. প্রবাস
  13. প্রযুক্তি
  14. ফিচার
  15. বিনোদন

রাশিয়ার বিরুদ্ধে বাখমুতে ফসফরাস বোমা হামলার অভিযোগ

Link Copied!

বাখমুত শহরে রাশিয়া ফসফরাস বোমা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ইউক্রেন।

এক ড্রোন ফুটেজ প্রকাশ করে ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, বাখমুতে শ্বেত ফসফরাসের বৃষ্টি দেখা গেছে।

শ্বেত ফসফরাস ব্যবহারে আন্তর্জাতিক কোনো নিষেধাজ্ঞা নেই। তবে বেসামরিক মানুষের ওপর এর প্রয়োগকে যুদ্ধাপরাধ হিসেবেই বিবেচনা করা হয়।

ফসফরাসের দ্রুত গতিতে ছড়িয়ে পড়া আগুন উৎপাদন করতে সক্ষম। যে আগুন নিয়ন্ত্রণে আনা যায় না সহজে। এর আগেই রাশিয়ার বিরুদ্ধে এই রাসায়নিক ব্যবহারের অভিযোগ এনেছিল ইউক্রেন।

গত কয়েকমাস ধরেই বাখমুত শহরটিকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে রাশিয়া।

টুইটারে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বাখমুতে রুশ নিয়ন্ত্রণের বাইরে থাকা এলাকা লক্ষ্য করে এই ফসফরাস হামরা চালানো হয়েছে।

সূত্র: বিবিসি

বিনা অনুমতিতে এই ওয়েব সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।